ভালোবাসা বড়ই অদ্ভুত,
কেউবা হাসে, কেউবা কাঁদে।
তবে সবার ভালোবাসা কি সত্যি হয়?
সত্য-মিথ্যের গোলকধাঁধায়, কত জনই বা টিকে।

মিথ্যের খেলায় মেতেছেন রানী,
মিথ্যে তার বল,
সত্যে তার ভয়।
সত্যের সামনে লন্ডভন্ড তার খেলা।
সত্য জানি সবই, শেষ হবে তার খেলা আজই।

হাজারো মিথ্যে ঢাকে এক মিথ্যা, সব শেষে পরে ধরা।
জানিনা, কি ভবিষ্যতে করছে অপেক্ষা,
হয়তো বাঁচবো সবাই, নয়তো সব শেষ!
নতুন ভোরের গড়ছে অপেক্ষা, জানিনা কি আছে সামনে।
ঘন কুয়াশার মাঝে, আমরা চলে বেরিয়ে মিথ্যার মাঝে সত্য খুঁজে পাই।

ওহে রানী, তোমার খেলা যে শেষ,
সত্য নিয়ে হাজির হয়েছি আমরা বিজয়ী বেশে।

এযে যেন কোন যুদ্ধ, বড় সত্য-মিথ্যের।
মিথ্যের বর্ম ফুঁড়ে, হৃদয়ে ঢুকে সত্যের তলোয়ার,
নিঃশেষ তবে কি রানী এবার?

ভালো যে বাসি তারে, আমি করবো কেমনে বধ?
সে তো শিখিয়েছে আমায় ভালোবাসায় তিক্ততা,
ক্ষমাই বা করি তাকে কেমনে!
ভালোবাসি যে আমি তারে।