জানি, আর কিছুক্ষণ পর
মাটির গভীরে শুইয়ে দেবে তোমায়,
আর কোনোদিন ফিরবে না তুমি।
তোমার হাসি, সেই রোমাঞ্চ গল্পগুলো,
সবই রয়ে যাবে স্মৃতির পাতায়,
জানি, তুমি কাঁধে হাত দিয়ে আর সাহস দিবে না।
ভাই, জানি, আমাদের পৃথিবী থেকে
চিরতরে হারিয়ে যাবে তুমি।
তবু কেন যেন মনে হয়,
তোমার হাসি ভেসে আসে কানে,
তোমার কণ্ঠস্বর প্রতিধ্বনিত হয় শূন্য এই মনে।
তুমি ছিলে আমাদের আকাশে এক সপ্তনীলের তারা,
স্বপ্নের মতই হারিয়ে গেলে,
তবু থেকে যাবে আমাদের মনে।
তোমায় ছাড়া দিনগুলো হবে কঠিন,
তোমার অভাব যেন তিলে তিলে পোড়াবে আমাদের।
ভালো থেকো ওপারে, বাবু ভাই,
আমাদের হৃদয়ে তুমি থাকবে চিরকাল,
সেখানে কেউ তোমায় কেড়ে নিতে পারবে না।
তুমি আমাদের আকাশের নক্ষত্র হয়েই থাকবে,
অন্ধকারে আমাদের পথ দেখাবে চিরদিন।