নতুন করে বাঁচার আশায়,
আবার খুঁজি নতুন আলো,
অন্ধকারে পথ হারালে—
পাপ কি তবে শুধুই ভালো?

মনের সাথে লড়াই যত বেদনাময়,
ব্যথার ভারে নুয়ে পড়া,
কে বুঝবে সেই আগুন-জ্বালা,
কে শুনবে মনের আত্মচিৎকার?

নতুন আসার স্বপ্ন বুনি,
তাকেই ভাবি প্রতিদিন,
সে কি জানে? সে কি বোঝে?
নাকি আমি একাকী এই মনে?

যদি সে আসে, যদি সে ডাকে,
হয়তো হবে আশার ভোর,
অন্ধকারের অবসানে—
আলো ছড়াবে চারিদিক জুড়ে!