দেখতে যেন হাজী সাহেব
মাথায় রাখে টুপি।
মনাই মিয়ার নাম বলে
সুদ খায় চুপি চুপি।
খাদ্যে রোজ বেজাল মেশায়
জমির আইল কাটে।
অন্যের দোষ খুঁজতে তিনি
চিপায় চাপায় হাটে।
কার ঘরেতে কি ঘটেছে
ঘুরে দেখে রোজ।
পাশের ঘরে উপোস আছে
রাখে না তার খোঁজ।
তিনি নাকি মানুষ ভালো
নিজের মুখে বলে।
কঠিন শাস্তি পাবেন তিনি
বিচার সময় এলে।