শীত শেষে বসন্ত আসে,  
ফুল ফোটে, পাখি গায়।  
গ্রীষ্ম আসে রৌদ্র নিয়ে,  
সূর্যের তেজে প্রাণ জ্বলে যায়।

বর্ষা আসে জলধারা,  
নদী-নালা ভরে ওঠে।  
শরৎ আসে সাদা মেঘে,  
কাশের বনে হাসি ফোটে।

হেমন্ত আসে ধান কাটা,  
সোনালী ক্ষেতে বুনো গান।  
শীত ফিরে আসে কুয়াশা মেখে,  
ঋতুর চক্রে নতুন প্রাণ।

এভাবেই আসে ঋতুর পালা,  
প্রকৃতির এই সুন্দর খেলা।  
এভাবেই ঘুরে, বছর ধরে,
ঋতুর খেলায় মন আনন্দে ভরে।