বৃষ্টি পড়ে টাপুর টুপুর,
মাঠে জমে জল।
পাখিরা সব গানে মাতে,
আনন্দেরই ঝল।

রিমঝিম শব্দে বৃষ্টি নামে,
গাছের পাতায় গান।
বৃষ্টির জলে ভেজা মাঠে,
খেলে ছুলেমান।

বৃষ্টি এলে নদীর ধারে,
কেউ বা খেলে কাগজ নাও।
মেঘের সাথে লুকোচুরি,
রোদ-বৃষ্টি মিলিয়ে দাও।

কাদা মেখে মাঠে-ঘাটে,
হাঁটে সবাই খুশি মন।
বৃষ্টির ছোঁয়া জীবনে আনে,
নতুন করে বাঁচার স্বপন।

বৃষ্টির গান, মাটির টান,
শিশুরা খেলে প্রাণ ভরে।
সুখের সুরে মেতে ওঠে,
সবাই মিলে বৃষ্টির তরে।

বৃষ্টি এল গগন থেকে,
ধীরে ধীরে ঝরে।
গানের সুরে রিমঝিম বাজে,
মনের দুঃখ ভোলে।

কদম ফুলে ফুটল হাসি,
বৃষ্টির এই ঋতুতে।
মনের মাঝে সুখের রেশ,
ভিজে যাওয়া রাত কাটে।

নদী, নালা, পুকুর ভরে,
জমে নতুন জল।
বৃষ্টির রঙে রঙিন ধরনী,
সৃষ্টি করে ছল।