মানুষ সে খুবই ভালো
চোখ থাকিতে অন্ধ।
এরে দিয়া তারে মারে
টাকায় করে মুখ বন্ধ।
সমাজটা তো বেজায় খুশি
বলেনা কেউ মন্দ।
এর কথা তারে বলি
লাগায় শুধু দ্বন্ধ।
কথার জালে পেচাঁয় ভালো
দেখে ভুলা মানুষ।
কি করিবে বেচারা হায়!
নাইতো তার সেই হুশ।
কি বলিব কারে আমি
সমাজটা তো অন্ধ।
চারিদিকে পাচ্ছি আমি
সমাজ পঁচার গন্ধ।