মৃত্যু আসে নীরবে, ধীরে,
জীবনের সমাপ্তি হয় এক ভোরের গীরে।
হৃদয়ের কাঁপন থেমে যায় তখন,
দেহটি শীতল, নিথর হয় নিঃশব্দে গমন।
মৃত্যু কি ভয়, নাকি শান্তির ঘুম,
জীবনের পরিশেষে স্বপ্নের আলোর ঘ্রাণ?
আমরা ভাবি, কেন আসে মৃত্যু,
কেন হয় শেষ, কেন হয় শুরু।
জীবনের প্রতিটি দিনই মূল্যবান,
মৃত্যু আসে, কিন্তু তাতে নয় অবসান।
মৃত্যুর পরে জীবন, নতুন এক পথ,
অন্ধকারে আলো, শেষের পরে চিত্ত।
মৃত্যু নয় ভয়, নয় অজানা,
মৃত্যু একদিন আমাদের সকলের সঙ্গী হবে জানা।
তাই জীবনের প্রতিটি মুহূর্তেই হাসি,
মৃত্যুকে বরণ করব, শান্তির ঘ্রাণে বসি।
মৃত্যু এক অচেনা পথ, চিরদিনের গন্তব্য স্থল,
জীবনের শেষে তার দেখা,সবার জন্য একই ফল।
দিন যায়, রাত আসে,সময় কখনো থামে না,
মৃত্যু যখন করবে ডাক,কেউ রুখতে পারবে না।
জীবনটা ক্ষণিকের খেলা,সময় যায় ধীরে ধীরে,
নেবে সব, কেউ জানে না,মৃত্যু একদিন কড়া নেড়ে।