নিশ্ছিদ্র আকাশের নিচে,
সবুজ মাঠে খেলা করি,
আমার মাটির সোনার দেশে,
স্বপ্ন ছোঁব অমৃত ধরি।
পাহাড়ের চূড়া, নদীর বুকে,
অবারিত সোনালী আলো,
আমার প্রাণের প্রিয় দেশ,
তোমায় ঘিরে হৃদয় ভালো।
যেখানে আকাশে উড়ছে পাখি,
মাঠে মাঠে ধানের গন্ধ,
আমার দেশে, সুখের দেশে,
বাজুক প্রেমের মধুর ছন্দ।
হৃদয়ে গাঁথা একটাই নাম,
বাংলাদেশ, প্রিয় বাংলাদেশ,
তোমার জন্য আমার প্রাণ,
তোমার জন্য আমার নিশ্বাস।
এ মাটির গন্ধ, এ বাতাস,
আমায় বলে, তুমি বাঁচো,
এই দেশের রক্তে রাঙা,
আমার হৃদয়, তুমিই আসো।
তোমার পতাকা, লাল সবুজে,
উঠুক উঁচু, গর্বে মিশে,
বাংলাদেশ, প্রিয় বাংলাদেশ,
তোমার জন্য জীবন দিই হাসিমুখে।