জান্নাত আমি চাই, সেথায় শান্তি পাই,
রাখবে যেথায় আল্লাহ, মমতা ঢেলে তাই।
দুঃখ নেই যেথায়, নেই কষ্টের বোঝা,
সুখে ভরা সেথায়, আলোয় রাঙা মোজা।
নবীজির সাহচর্য, জান্নাতে পাবো,
সত্য পথে চললে, আল্লাহর দয়া পাবো।
দিনরাত ইবাদতে মনটা দিবো যত,
তাকওয়ার পথে চলি, ভয় দূর হবে তত।
পাপের ছায়া হতে দূরে আমি থাকি,
সৎ পথে চলি, যেন ভুল না করি।
জান্নাত আমার লক্ষ্য, ওতেই মোর আশা,
আল্লাহর রহমতে পূর্ণ হোক ভালোবাসা।
মধুর সেই জীবন, জান্নাতের ঠিকানায়,
চাই শুধু আল্লাহর, সন্তুষ্টি মহানায়।
তাহারই পথে চলি, মেনে তাঁর রীতি,
জান্নাতের দ্বার যেন হয় আমার গতি।
প্রভুর ইবাদতে কাটুক সব বেলা,
তোমার মহিমা যেন থাকে মনের খেলা।
মা-বাবার সেবায় রাখো সদা মোর মন,
তোমার রহমতে ভরে উঠুক মোর জীবন।
মিথ্যা ও হিংসা দূরে সরিয়ে,
সত্য পথে চলি, রাখো তুমি ধ’রে।
দয়ালু, প্রভু তুমি, মাফ করো ভুল,
তোমার রহমতেই পাবো শান্তির কূল।
জান্নাতের বাগানে, শান্তির ছায়ায়,
তোমার সাথেই যেন শেষ ঠিকানায়।
তোমার প্রেমে মোর হৃদয় ভরে রাখি,
জান্নাতের আশায় আজীবন ডাকি।