আমার প্রিয় জন্মভূমি এমন একটি দেশ
সবুজে সবুজে ঘেরা তার রুপের নেইকো শেষ।
পাখ-পাখালির মধুর গানে কাটে ঘুমের রেশ
আহা! কতই না সুন্দর আমার প্রিয় বাংলাদেশ।

সবুজ মাঠের চারিদিকে সোনালী ফসল চাষ
দেখে মন ভালো হয় হৃদে জাগে উচ্ছ্বাস।
অগ্রহায়নে শুরুতে কার্তিক মাসের শেষে
চতুর্দিকে মুহুর মুহু পিঠার ঘ্রাণ আসে ভেসে।

বৈশাখে ছড়িয়ে থাকে মাঠে সোনালী ধান
বর্ষায় মাঝি ভাই ধরে ভাটিয়ালি গানে টান।
শীতে কুয়াশার চাদরে ঢাকা এই বাংলায়
কত প্রজাতির পাখি এসে পেখম মেলায়।

বসন্তের আগমনে প্রকৃতি নতুন সাজে সাজায়
সবুজ আগুন ধরে গাছে নতুন পাতা গজায়।
রাখাল বাঁজায় বাঁশি চড়ায় গরু, ছাগল, মেষ
আহা! কতই না সুন্দর আমার প্রিয় বাংলাদেশ।