মীর মুগ্ধ গেল আন্দোলনে,
হাতে ছিল পানি।
পানি লাগবে, পানি লাগবে,
মুখে ছিল বাণী।
দিতে লাগল এক এক করে,
তৃষ্ণার্তদের শান্তি,
মুগ্ধ দিল সবার হাতে,
দূর হল সব ক্লান্তি।
সবার মুখে হাসি ফুটল,
পানির স্রোত বইল,
মুগ্ধের এই ছোট্ট কাজ,
আন্দোলনে রঙ ঢালল।
পানি লাগবে, পানি লাগবে,
সবাই বলে তাই।
মুগ্ধ ভাই হাসিমুখে,
পানি দিতে যায়।
হোক সে ছোট, হোক সে বড়,
মীর মুগ্ধর একটুখানি।
সবার মনে গেঁথে রইল,
এই পানির কাহিনী।