নতুন সূর্য, রক্ত মাখা ভোর,
একাত্তরে ফুটেছে স্বাধীনতার জোর।
মাটি জুড়ে গর্জে উঠেছে গান,
স্বাধীন বাংলাদেশ, তোমারই সম্মান।
বুকের রক্তে লিখেছি ইতিহাস,
জীবন দিয়ে পেয়েছি স্বাধীন নিশ্বাস।
কৃষকের ঘামে, জওয়ানের প্রাণে,
লেখা হয়েছে মুক্তির জয়গানে।
আমরা গাইবো বিজয়ের গান,
স্বাধীনতায় ভাসবে প্রিয় বাংলাদেশ।
তোমার মাটিতে গড়ে উঠবে স্বপ্ন,
একাত্তরের সুরে জাগবে নতুন প্রত্যাশা।
আমরা জেগে আছি, অটল এই পথে,
বীর শহীদদের স্মৃতিতে, বেঁচে আছি প্রাণে।
একাত্তরের গান বুকে, মুক্তির কথা বলে,
স্বাধীন বাংলার পথে, এগিয়ে চলি মিলে।
বীর শহীদদের স্মরণে আজ,
স্বাধীনতায় মোরা গাই, দেশপ্রেমের সাজ।
একাত্তরের প্রেরণা, অমর তোমার নাম,
স্বাধীন বাংলাদেশ, গর্বে ভাসো তুমি অবিরাম।