সবুজে ঘেরা মোর গ্রাম
সৌন্দর্যে ভরপুর।
কি সুন্দর নাম ছিল তার
খালিপোতা রংপুর।

চারিদিকে বইছে বাতাস
পাখিরা গায় গান।
দিক-বেদিকে ছড়িয়ে আছে
মোর গ্রামখানির শান।

চতুর্পাশে রাস্তা-ঘাট
আর অন্তবর্তী মাঠ।
বিকেল হলেই দেখা মিলে
নানান খেলার হাট।

গরু ছাগল চড়ে বেড়ায়
মস্ত নলুয়ায়।
বর্ষা এলেই মাঝিরা সব
ভাটিয়ালি গায়।