মাঝে মাঝে মনে হয় - পৃথিবীটা কিছুই নয়
আমি শুধু গুনাহগার,
ভাবি আমি আমিই রাজা - দেখি এখন আমি খাজা
বেকার গেলো জীবন আমার।
দুই দিনের দুনিয়াতে - আসছি প্রভুর খেদমতে
ভুলিয়া হইলাম আমি বেকার,
হাতে গুনা যে ক'টা দিন - ইবাদাতে করি বিলীন
নইলে জীবন আমার ছারখার।
পাপ থাকিতে আমলনামায় - ক্ষমা চাহি তব দয়ায়
হে ক্ষমাকারী এই দুনিয়ার,
পাপের বদলে দাও পূণ্য - মম জীবন করো ধন্য
ওহে আল্লাহ আমার।
না করো লিপ্ত পাপের কাজে - না করো মোরে বাজে
চাহি তাহা দরবারে তোমার,
আপন বান্ধা করে নাও - রহমতের চাদরে ঢেকে দাও
চাহি তাহা বারংবার।
আমায় তুমি এমন করো - না করি যেন ক্ষতি কারো
দিয়োনা মোরে অহংকার
অহংকারে পতন হয় - হিংসায় করে অন্তর ক্ষয়
আমার শুধু তোমাকে দরকার।