ওরা আজ আমায় কবিতা লিখিতে দেয় না
আমার কবিতা নাকি তাদের সাথে মানায়না,
আমার কলম নাকি শুধু তাদের বিরুদ্ধে চলে
প্রতিবাদী কলম বন্ধ করে দিতে চায়, ভিন্ন কলে।

কবিতায় নাকি তাদের গুন গান গাইতে হবে
তবেই আমার কলম নাকি দ্রুত বেগে চলবে!
ওরা আমাকে মিথ্যা লিখিতে ঢের টাকা দেখায়
ওরা গোপনে মেরে ফেলার হুমকিও শুনায়।

ওরা কি জানেনা আমি ঘুষের বিরুদ্ধে লিখি
আর লিখে যাবোই রয়েছে লিখার যত বাকি,
আমি অন্যায়ের বিরুদ্ধে সহস্র কবিতা লিখিব
আমি ন্যায়ের পথে আজীবন অটুট থাকিব।