আমি চলে যেতে চাই না
বিদায়, বিদায় আর বলো না
লাগবে না বিদায়ী সংবর্ধনা
আমাকে বিদায় বলো না।
আমাদেরকে আরো
একটা বছরের জন্য কি রাখা যায়না
আপনাদের এই নামী দামি মহাবিদ্যালয়ে!
আমাদের কত স্মৃতি,
কতো ভালোবাসা আমরা কেমনে ভুলি?
কেমনে ভুলি পাঁচটি বছর
এই ক্যাম্পাসে রয়ে?
কেমনে ভুলি অপর্না ম্যামের
“কি রে ভালো আছিস” বলা
উদয় স্যারের হাসি মুখের মিষ্টি কথা
সহজ নয় ভুলা।
আমি ভুলবো না সুমা ম্যাম, মনিস স্যারের
অসাধারন কথা বার্তা,
আমি কেমনে ভুলি সুপ্রিয় স্যারের
চমৎকার কত কথা?
আমি ভুলবো না হিফজুল স্যারের
মোটিভিশন আর ফার্সীর ক্লাস
ভুলবো না দেবজীৎ স্যারের
দেওয়া যত আশ্বাস।
ভুলি কেমনে মানিক স্যার,
সুস্মিতা ম্যাম, বিমান স্যারের এত আদর
ভুলবো না কখনো আমি
রাজেন স্যারের উপর মম ছিল যত ভর।
মনে থাকবে বাকি যত স্যার, ম্যাম,
দেবল খাকু, সুবির দা, সবাইকে
ভুলবো না আমৃত্যু
আমার যত বন্ধু/বান্ধবী সব সহপাটিকে।
ভুলতে পারব না
জুনিয়রদের দেওয়া সম্মান,
ভুলতে পারবো না
সবার সাথে করা কত রকম ফান।
তবে কেন আমাদের বিদায় দাও
কেন আমাদের প্রাক্তন করে নাও,
একটা কথা বলে যাই
বিদায় দিচ্ছ দাও আপত্তি নাই।
তবে কখনো যদি আসি একটু স্মৃতির টানে,
আমাদের দূরে টেলে দিয় না,
আমাদের ছুটি দাও বিদায় দিয়না।