বাইশ বছর পরে আজ হঠাৎ দাড়িয়ে দেখি
আমি ছাড়া আমার আর কোন অস্তিত্ব নেই,
আজ নিরিবিলি বসে একান্ত মনে চিন্তা করি
আমি ব্যর্থ, আমি প্রতারিত, আমি ভালো নেই।

কি করেছি, কি দিয়েছি, কি বা পেয়েছি ভবে
বাইশ বছর পরে হিসেবের খাতা আজ‌ও শূন্য,
আমি আজ‌ও অবহেলিত, লাঞ্চিত, বঞ্চিত
আমি ঘুমিয়ে কাঁটিয়েছি বাইশ বছর পূর্ণ।

আমি অভাগা, ভুলের মাঝে কাঁটিয়েছি বেলা
দিন শেষে আমি শুধু আমার, আর কেউ নেই,
আমি বুঝিনু দুনিয়াটা স্বার্থপর, লালসায় ভরা
চাইলেও পাবো না কবু হারানো দিবস সেই।

আজ আমি আমার মতো করে বাঁচবো
যেতায় যেমন লাগে তেমন হয়ে থাকবো,
আমি আমার লক্ষ্যে গিয়ে ঠিক পৌছাবো
বাইশ বছর পরে, হয়তো নব জীবন পাবো।