তোকে নিয়ে আর ভাবি না
রাত জাগি না আগের মত,
আর কাঁদি না ঘুমের ঘোরে
স্বপ্ন আমায় দেখাস যত।
উপোষ থেকে আর পুড়ি না
আর গিলি না ঘুমের বড়ি,
পোড়া চোখে আর দেখি না,
সুখ স্বপ্ন দু'চোখ ভরি।।
আসব না আর ফকির বেশে
তোর দুয়ারে চুমুর আশায়,
ভ্রান্ত পথে মাড়বো না পা
একটু তোকে ছোঁবার নেশায়।
দুধ না গিলে বিষ গিলেছি
দিচ্ছি এখন ভুলের মাশুল,
পরের জমি নিজের ভেবে
সব খুইয়েছি,নেইতো আসল।
খুন করা সেই প্রহর গুলো
মারছে ধুলো মুখের উপর,
নষ্ট জলে নাইতে নেমে
বাড়ল বেলা গড়িয়ে দুপুর।
হেরেই গেলাম জুয়ার বাজি
কারসাজি তোর নিপুণ হাতে,
বাউণ্ডুলে - ছন্নছাড়া
নেহায়েত এবার মরবে ভাতে।
ভাল্লাগেনা কিছুই আমার
না জানি আর বাঁঁচবো কত,
ভেতরে মোর বেজায় জ্বলে
রোগটা নাকি বুকের ক্ষত।
যা ছিল প্রেম- ভালোবাসা
শামুক সেজে গুটিয়ে নিলাম,
এই অভাগার একটা জীবন
উইল করে তোকেই দিলাম।।
---------+++++++--------