ভুলে যাবো
- ইয়ামিন বসুনিয়া
********************
ভুলে যাবো আমি সব
সুখস্মৃতি কলরব
ভুলে যাবো বিষমাখা বিশ্ব।
নিয়তির নীতিমালা
প্রহসন ছলাকলা
প্রেম যেথা অসহায় নিঃস্ব।
ভুলে যাবো প্রিয় মুখ
একদা যেখানে সুখ
শান্তিতে বুক ছিল ভরপুর।
এখন সেখানে ছাই
প্রেম-প্রীতি কিছু নাই
আছে শুধু বুকফাটা রোদ্দুর।
ভুলে যাক ভোলামন
ভালোলাগা দিনক্ষণ
মাখামাখি সুখ প্রেম-প্রীতি।
দেয়া-নেয়া উৎসব
যেখানে মিথ্যে সব
কী হবে স্মরণে রেখে স্মৃতি।
কী হবে বাড়িয়ে ক্ষত
পোড়া বুকে অবিরত
হয়ে গেছে যা হবার শিক্ষা।
এ খেলায় তুমি জয়ী
শতরূপা প্রেমময়ী
সার্থক তব দেয়া দীক্ষা।
-------+++++------