ফুলতো ফোটে হরেক রকম
সব ফুলেতো হয় না মালা,
সব প্রেয়সী দেয় নাতো সুখ
দেয় যে কিছু শুধুই জ্বালা।

সব নদীতো ছোঁয় না সাগর
হঠাৎ মিশে ভুল মোহনায়,
স্বপ্ন ছিল খুব সাজাবো
চন্দন  আর দুল- গহনায়।

বট পাকুড়ের ঝুলন্ত মূল
পায়না সদায় মাটির দেখা,
অরুণ আভায় গগন ভাসে
করুণ তবু ভাগ্য রেখা।

ভুল জমিনে ভুলের আবাদ
চলছে কেবল অবিরত,
ভুলের নেশায় অবলীলায়
বাড়ছে শুধুই বুকের ক্ষত।
------++++++------