ভুল ভালোবাসা
- ইয়ামিন বসুনিয়া
********************
এ বুকের যত ভালোবাসা ছিল
উজাড় করিয়া তায়,
প্রেমময় মোর হৃদয়ের আরতি
সঁপেছিনু তব পায়।
পদতলে মোর হীরক দলিয়া
কাঁচকে লয়েছি কোলে,
সে দহনে আজি পুড়ছি স্বয়ং
কাঁদি তাই নিজ ভুলে।
এক রুপে তব শত রুপ খানি,
কেমনে রাখিছ ঢাকি?
কাল মুখ তব করিয়াছ সাদা
রঙের আবির মাখি।
যে পাত্রে রাখ তারই রং রুপে
নিজেকে সাজায় জল
তেমনই তুমি রং বদলাও
করিয়া নানান ছল।
কালনাগ সম বছর বছর
বদল করিয়া বেশ,
না জানি কত শত যুবকের
জীবন করেছ শেষ!
আমার যা কিছু সঁপেছি তোমারে
ধারন করেছি মনে,
আপনারে তুমি করি ভাগাভাগী
বিলিয়েছ জনে জনে।
আকাশ যেমন স্বযতনে রাখে
বক্ষে তারকারাজী,
গোটা বিশ্ব তোমার পিরিতের হাট
করিছ বন্ধুবাজী।
শুধু একজনে ভালোবাসি বলে
কৃপণ হয়েছি আমি,
শত জন সাথে করিয়া প্রণয়
উদার হয়েছ তুমি।
উদারতা যদি এরই নাম হয়
তবে উদার মক্ষীরানী,
নিজের অসৎ বাসনা মিটাতে
যে বিলায় দেহ খানি।
তোমারে বসায়ে দেবির আসনে
পুজা করি দিবা নিশ,
সে আসন হতে অন্তরে মোর
ঢাল তুমি সদা বিষ।
আজো আমি তবু তোরে ভালোবাসি
নাহি ধারি কারো ধার,
নির্ণয় করি আজো নাহি জানি
"জানু"তুমি বল কার??
-----------+++++------------