কাব্য পড়ে বললো মেয়েটি
তোমার   লেখা   ভাল্লাগে,
যেমন মজা চালতা আচার
মিষ্টি টক আর ঝাল লাগে।

ছন্দে নাহোক গদ্যে  বলো
হাতটি তোমার খুব পাকা,
এমন যাদুর  কাব্য কথায়
যায় না  বেঁধে  মন  রাখা।

এক পাতাতে লিখলে যেন
আমার  মনের  সব  কথা,
অভিধানের মতোই লিখো
তিন  জনমের প্রেম  প্রথা।

লজ্জা ভুলে বললো মেয়েটি
কবি, তোমার  দাস  হবো,
তোমার বুকে ঘাপটি মেরে
একটা  জীবন  চুপ  রবো।

এক বালিশে রাখবো মাথা
শুনবো  তোমার   আবৃত্তি,
কাটবো জাবর দু'জন মিলে
প্রেম- প্রণয়ের  সুখস্মৃতি।

সেই মেয়েটি  বললো হঠাৎ
ওসব  প্রেমের  ভান ছিলো,
মাইন্ড করো না বোকা কবি
সবটা  আমার ফান ছিলো।

বললো  কবি  মুচকি হেসে
ছল   নিয়েছি   সব   শিখে,
কবি  এমন  নয়তো  বোকা
বুকে   সবার   নাম  লিখে।
------+++++-------