কিছু লোক গাছ কাটে অকারণ
স্বেচ্ছায় সারা করে মধুবন।

গাছ মরে চিন্তায় শোকে।
উপকার করি তবু কাটে কেন লোকে?

মনেমনে গাছ খোঁজে যুক্তি
এর থেকে পাবো কবে মুক্তি।

মোটা এক গাছ বলে
শোনো বলি দলেবলে,
কেন মিছে চিন্তায় মরো?
ভোট দিয়ে কুঠারকে প্রতিনিধি করো।
কুঠার তো আমাদের ভাই।
তার পিছে সর্বদা গাছ থাকা চাই।

পেলো যবে স্বজাতির বিশ্বাস,
কুঠার তো নেয় নাকো নিঃশ্বাস।
গায়ে ছিল সঞ্চিত যতো বল,
গাছ কেটে সারা করে ধরাতল।

আমাদের চারপাশে
অনেকে কুঠার বেশে
ভাই সেজে ঘোরে কতো ভণ্ড,
স্বার্থটা শেষ হলে
লাথি মেরে যাবে চলে
অনায়েসে দিয়ে প্রাণদণ্ড।