এখন আমার লোভ লাগে না
দুঃখ রাগে ক্ষোভ জাগে না
এখন আমি আমার মতো।
একলা একা থাকতে পারি,
ফোন না এলেও জাগতে পারি।
এখন আমায় ছুটিরদিনে কেউ ডাকে না,
কানের কাছে ফিসফিসিয়ে কেউ বলে না
আটটা বাজে, নাস্তা করো।
কেউ বলে না শার্টের সাথে কোনটা জুতো,
আদর নেবার উল্টো ছুঁতো, কেউ খোঁজে না।
কেউ বলে না হদ্দবোকা, অবুঝ খোকা,
শার্টের সাথে টাইয়ের কালার উল্টো হলে।
সাঁঝ-সকালে মাঝ কপালে আলতো চুমু,
কেউ আঁকে না গোলাপ ঠোঁটে।
তবুও আমার সূর্য ওঠে,
দিন শেষে যায় অস্তাচলে, ছলেবলে।
নামের পাশে সবুজ বাতি
দেখলে এখন গা জ্বলে না।
চোখের মনি আর টলে না,
জল করে না টলোমলো,
যতই তুমি উল্টো চলো, ইচ্ছে মতো।
একটা সময় এমন হলেই বিষম খেতাম,
মরেই যেতাম ঈর্শা, রাগে।
এখন আমি সব বুঝেছি,
নষ্ট দুধে ঘি খুঁজেছি,
সব ভুলেছি, গিরগিটি প্রেম।
তোমার দেয়া প্রথম গোলাপ,
দিবাস্বপ্ন, প্রেমের প্রলাপ।
সব দিয়েছি জলাঞ্জলি সময় স্রোতে।
কেউ তো এখন ছল করে না,
ভুলের পরেও বল করে না,
কেউ করে না প্রবঞ্চনা।
বেশ তো আছি একলা একা,
জীবদ্দশায় না হোক দেখা, এটাই চাওয়া।
ভুলে ভরাট সুখের চেয়ে
একলা বাঁচা অনেক ভালো,
অনন্তকাল....
একাই আছি, ভালো আছি,
অনেক ভালো........