পহেলা বোশেখে নতুন সুরুজ
আলো দেয় নববর্ষে।
বরণ করিতে নতুন বছর
চোখ ভেজে কেন হর্ষে?
তোমরা যে জ্বালো মঙ্গল দ্বীপ
থাকে মঙ্গল কোন স্বর্গে?
কেন অগ্নিতে জ্বলে ধর্ষিত বোন
লাশ পঁচে কেন মর্গে?
মসজিদ ঘরে খুন হয় শিশু
মক্তবে ঝুলে লাশ,
মুসলিম নামে পিশাচ কতক
ধর্ম করেছে নাশ।
শত অপরাধী, নৃশংস খুনি
ঘোরে কেন নিশ্চিন্তে.
পুলিশ- ঘাতক হাসে দুইজনে
ফুল যেন এক বৃন্তে।
শ্লীলতাহানি , ধর্ষণ খুন
আজকে ইলিশ পান্তা,
সবকিছু জেনে, সবকিছু বুঝে
নিশ্চুপ সবজান্তা।
চেয়ে দেখ শত নুসরাত পুড়ে
বাতাসে ভাসিছে গন্ধ,
পান্তা ইলিশের মহা উৎসব
রেখে দে না আজ বন্ধ।
------++++-----