একটা সোনার  মত মুখ,
মুখে   মুক্তোঝরা  হাসি।
যেন তাকায় হরিণচোখে
তার  নাকটা  যেন বাঁশি।

বড়   চাঁদকপালী   মেয়ে
মাথায় মেঘের মতো চুল,
তার  নরম  কানেরলতে
দোলে সন্ধ্যা তারার দুল।

দুই   চোখের    সরোবরে
দেখি কাজল দিঘির জল,
তার  নোটন   দুটি  পায়ে,
বাজে  কাঁচাসোনার  মল।

তার টোলপড়া দুই গালে
যেন   শান্ত   দুটো  ঝিল,
ছিল গোলাপরাঙা ঠোঁটে
এক   তারার  মত  তিল।

তার সিঁথির  দীঘল পথে
আমার নিত্য আনাগোনা,
চলে বুকের উদার ক্ষেতে
শুধু প্রেমের ফসল বোনা।

তুমি আমায়  দখল করে
কত   স্বপ্নলোকে   রবে?
মেয়ে  সত্যি  করে বলো
কবে শুধুই  আমার হবে?
------+++++-----