তুমি এসেছিলে বলে চাঁদ উঠেছিল
আমার আকাশ জুড়ে,
বুকের ভেতরে আলো ঢেলে দিলে
সারাটা পৃথিবী ঘুরে।
তুমি এসেছিলে বলে মরুভূমি বুকে
জেগেছে প্রেমের বান,
বুঝতে শিখেছি প্রেম কারে বলে
বুঝেছি মায়ার টান।
তুমি এসেছিলে বলে প্রেমের প্রদীপ
জীবনে উঠেছে জ্বলে,
তোমার পরশে খাঁটি সোনা হলো
ব্যথার পাহাড় গলে।
তুমি এসেছিলে বলে বুঝতে শিখেছি
একান্ত কেউ আছে,
তিলেতিলে গড়া ভালোবাসা জমা
রেখেছি তোমার কাছে।
তুমি এসেছিলে বলে মরার নেশায়
তোমাকে গিলেছি শুধু,
তোমার আদরে দিশেহারা হয়ে
বিষকে ভেবেছি মধু।
তুমি এসেছিলে বলে পুড়তে শিখেছি
মধুময় প্রেম বিষে,
আমার শরীরে ধমনী শিরায়
শুধু তুমি আছ মিশে।
-----++++-----