সনেট
মিল বিন্যাসঃ
আষ্টকঃ কখখক, কখখক
ষটকঃ গঘগঘ ঙঙ
***************************
হৃদয়ের আবডালে দোলে কার মুখ;
প্রেম দেয় প্রীতিময়, সুখ অবিরত;
প্রশমিত করে দেয় হৃদয়ের ক্ষত;
ভাবলেই ভালোলাগে,লাগে সুখ সুখ।
আলো দেয় ঝিকিমিকি দূর করে দুখ;
আবিরাম বাধা যদি আসে শতশত;
নিমিষেই মুছে করে আয়নার মতো;
মন থাকে সততই তার অভিমুখ।
কোথা আছো প্রণয়ের সেই প্রিয়তমা;
খুঁজে ফিরি যারে আমি, আছো কত দূরে?
যার কাছে জীবনের সব সুখ জমা;
তৃষাতুর চোখে আমি আজ ভবঘুরে।
মিলে যদি কোনদিন তুমিময় ঘ্রাণ,
জুড়াবে সেদিন প্রিয় তৃষিত এ প্রাণ।