তোমারেই ভালোবাসি
- ইয়ামিন বসুনিয়া।
*******************
অতীত পুরুষে বিধাতার কাছে
করেছিল বুঝি পাপ,
তা না হলে বল কি করিয়া হবে
তোমাতে আমাতে ভাব।
হৃদয় গভীরে যত ছিল প্রেম
যত ছিল ভালোবাসা,
উদার চিত্তে ঢেলেছিনু পায়ে
মেটাতে মনের আশা।
সহাস্যমুখ দেখে লভি সুখ
ধরায় স্বর্গ গড়ি,
বিধাতার দ্বারে এ মিনতি করি
তাঁর কোলে যেন মরি।
বাঁধন টুটিয়া যদি কেহ যায়
যায় কিগো রাখা বাঁধি,
জীবন বীণার ছেঁড়া তারে বলো
কি করিয়া সুর সাধি?
তুমি ছিলে হৃদে,চিরদিনই রবে
শুভাশীষ রাশি রাশি,
তবু নিরাশার নিকষ তিমিরে
তোমারেই ভালোবাসি।
--------++++++-------