বছর ঘুরে উঠলে রোজার চাঁদ
সব মুমিনের ভাঙতো খুশির বাঁধ,
চোখের তারায় উল্লাসেরই ধুম
রোজার খুশি কাড়তো চোখের ঘুম।
এবার এমন কেন?
চাঁদটা একা, ভীষণ মলিন যেনো।
নীল আকাশের গায়,
করুণ চোখে মোদের দিকে চায়।
নেই তো ছেলে, নেই তো বুড়ো
নেই তো জ্যাঠা, নেই তো খুড়ো
খুশির জোয়ার ভাসলো এবার বানে,
মরণ আজাব এই "করোনা"
আসলো কেন, কেউ জানে না,
জানে আমার আল্লাহ শুধু জানে।
আমরা তোমার সৃষ্টি খোদা
অনেক অপরাধী,
ক্ষমা করো নিজের গুণে
হইও না গো বাদি।
তুমি ছাড়া কেউ তো মোদের নাই
আজকে শুধু তোমার রহম চাই।
তোমার দ্বারেই কানছি মোরা সব
মাফ করে দাও, ও হে মহান রব।
---------++++++--------