মায়াময়ী প্রিয় মুখ
দেখলেই লাগে সুখ
সবকিছু ভুলে যাই
মরা দেহে প্রাণ পাই
শিহরিত হয় যেন দিলটা,
যদি দেখি তোর সেই তিলটা।
যদি থাকি মহা কাজে
ভুখা পেটে বারো বাজে
কোনমতে পরে থাকি
তোর চোখে চোখ রাখি
খুলে যায় হৃদয়ের খিলটা,
যদি দেখি তোর সেই তিলটা।
আঁধারেতে দেয় আলো
ভালো লাগে,খুব ভালো
এক তিলে এত সুখ
দূর করে সব দুখ
তারকার সাথে যার মিলটা,
তোর সেই জ্বলজ্বলে তিলটা।