শুকতারা
           - ইয়ামিন বসুনিয়া
********************
আমি জানি না, জানি না গো প্রিয়া,
কেন যে এমন করি?
উতলা মনের দু'কূল ছাপিয়া
কেন যে এভাবে স্মরি?

কেন যে এমন মাখামাখি করি
স্বপনে বা জাগরণে,
কেন করি এতো অঘোষিত দাবি
ভেবে হাসি মনেমনে।

কেন চলে এতো মান-অভিমান
মায়ামাখা খুনসুটি?
সহসাই ভাবি চলে যাবো দূরে
মেলে না তবুও ছুটি।

রন্ধ্র-শিরায় মিশে গেছ তুমি
রাগে কিবা অনুরাগে,
তৃষিত আমার হৃদয় কাননে
পাওয়ার তৃষ্ণা জাগে।

এক জীবনের নিকষ তিমিরে
তুমি ওগো শুকতারা,
তোমার  গভীরে  সুখবিচরণ
তোমাতে আত্নহারা।