শুভ্র আকাশে সাদা মেঘ ভাসে
শরৎ জেগেছে প্রাণে,
দখিনা বাতাসে মন উচাটন
তাজা শিউলির ঘ্রাণে।
রাঙা জবার রূপসী পাপড়ি
বৃষ্টি জলেতে ধোয়া,
ধবধবে সাদা কাশফুলে যেন
মায়ের মমতা ছোঁয়া।
চকচক করে ষোড়শী শাপলা
কাজলা দীঘিতে ভাসে,
শরতাকাশের একফালি চাঁদ
আমার উঠোনে হাসে।
শুরু হয়ে গেলো পাতা ঝরা দিন
প্রকৃতির কারুকাজে,
শরতের মায়া শুভ্রতা যেনো
সবার হৃদয়ে সাজে।