গুনগুন গান গায় দিন কি বা রাতটায়
হুলটা ফুটায় পেলে শোয়াতে।
পড়া কি বা অফিসে আসেপাশে ঘোরে সে
ডরে নাতো কয়েলের ধোঁয়াতে।
গুলশান বাড্ডায় মশাদের আড্ডায়
বিক্ষোভ করে মিলে সকলে।
প্রাসাদ বা বস্তিতে কেউ নেই স্বস্তিতে
দেশ যেন মশাদের দখলে।
স্বস্তিটা পেতে হলে এসো ভাই দলে বলে
যদি চাও মশাদের তাড়াতে!
নোংরা এ জনপদ এসো করি নিরাপদ
সচেতন হাত হবে বাড়াতে।
-------+++++------