আয় না জানু দুঃখ ভুলে
একটা হয়ে রই,
তুই আর আমি বাস্তবিকে
পৃথকতো কেউ নই।
পৃথক কেবল হাত পা গুলো
রক্ত পৃথক নয়,
তাইতো হাজার ঝগড়া হলেও
মনটা ব্যাকুল রয়।
আমরা দু'জন দুইটা দেহ
একটা মোদের আত্মা,
বাহ্যিকতায় হয়তো
নইতো পৃথক স্বত্বা।।
শরীর মোদের পৃথক বটে
ভাবনা পৃথক নয়,
সময় যতই হোক প্রতিকুল
হবেই প্রেমের জয়।।