শামেরিক
******
ক্ষুধার জ্বালায় কান্দে পোলা কান্দে কতো গরীব মা'য়,
জীবন নিয়া হাতের মুঠায় কাজের ধান্দায় ঢাকায় যায়।
তেলের মাথায় লাগায় ত্যাল
ন্যাড়ার মাথায় ভাঙে ব্যাল
আমজনতায় আণ্ডা দিয়া দলের লোকে রিলিফ খায়।
দুর্নীতিবাজ রিলিফ চোরায় মরে না ক্যান করোনায়?