তারার সমীপে বলে দেবো সব
কি করে করেছো ছল,
তেষ্টার মুখে বিষ ঢেলে দিয়ে
কি করে বলেছো জল!
যে তোমারে দিলো উজাড় করিয়া
তোমার ললাট চুমি,
অনিমেষে তার নিলামে তুলেছো
তিন পুরুষের জমি।
নিজ হাতে যারে চন্দন লেখা
দিয়েছো ললাটে আঁকি,
হায় পোড়ামুখী, কী ধনের লোভে
তারে তুমি দিলে ফাঁকি?
বিশ্বাসী বুকে আগুন জ্বেলেছো
আমারে করেছো খুন,
কোন ছলনাতে সব ভুলে গেলে
খেয়েছিলে যার নুন?
লাশ গুম করে শান্তিতে রবে?
থাকতে দেবো না খাড়া,
আত্মা আমার শ্মশান অবধি
তোমাকে করবে তাড়া।
প্রেম - প্রলোভনে নিঃশেষ করা
যত কথা কলরব,
তারার কানে সব বলে দেবো
সব বলে দেবো,সব।
-------++++----