ছল করোনা ছল করোনা
প্রেমের মাঠে ঘাটে,
যে ছল এখন সস্তা বেঁচে
প্রেম নগরের হাটে।
একটু তোমার ছলচাতুরী
মিথ্যে প্রেমের মালা,
মারতে পারে একটা হৃদয়
দিয়ে বিষের জ্বালা।
লুটতে মজা আর করো না
খামখেয়ালি প্রেম,
আর খেলো না সর্বনাশী
হৃদয় নিয় গেম।
----+++---