বিশ্ববিবেক তোদের চোখে
     মুসলিম হলো জঙ্গি,
আর কতকাল করবি তোরা
     ঘুমিয়ে থাকার ভংগী?

কী  করেছিল  ইবাদতরত
      আমার  মুমিন ভাই?
কোন কারণে মারলি তাঁদের
      আজকে জবাব চাই?

ফিলিস্থিন  আর  আরাকানে
      ওদের কি কেউ নাই?
বিচার  বিহীন পুড়িয়ে মারিস
      মুসলিম  বলে  তাই?

আফগানিস্থান আর সিরিয়ায়
      তোদের করাল হাতে,
অসহায়  সব  মুসলিমদের
      মারলি দিনে রাতে।

তোরাই করিস সব অপকাজ
      তোদের মনেই রোষ,
ঢাকতে তোদের খুন- খারাপী
      মুমিনকে দিস দোষ।

দুনিয়ার  যত  সন্ত্রাসী  কাজ
      সব করেছিস তোরা,
সাজতে ভালো মুমিনের বুকে
     দিস  চালিয়ে  ছোরা।

বিশ্বশান্তির  কেতন  ওড়াস
    আজকে  তোরা কই?
মিডিয়ার মুখে কুলুপ  কেন
     আমরা  মানুষ  নই?

কোথায় আছ ওমর ওয়ালিদ
       সইবে  কতো  আর?
দাওনা এবার জেহাদের ডাক
       "আল্লাহু  আকবর"।
       -----+++++----