বারো মাসে যেথা ষড়ঋতু হয়
আমার সোনার দেশে,
প্রতি ঋতু শেষে নিজেকে সাজায়
নানান বাহারি বেশে।
গরমের কালে খাঁ খাঁ করে রোদ
মাঠ ফেটে চৌচির।
গাছে পাকা আম,টসটসে জাম
মৌমাছি করে ভিড়।
বর্ষার কালে ডোবা-নালা-খালে
জল করে থৈ থৈ,
সারাদিন জেলে মাছ ধরে জলে
পাবদা, খলশে, কৈ।
শরতের রাতে,করে মন উচাটন
ঝরা শিউলির ঘ্রাণে,
বাউলের গান,সাদা কাশবন
একেলা আমারে টানে।
হেমন্ত আসে মহা খুশি নিয়ে
চারিপাশে তার ধান,
নবান্নের সুখে গৃহিণীরা হাসে
চাষীদের মুখে গান।
ঘাসের ডগায় জমানো শিশির
মুক্তোর মত জ্বলে,
আমার দেশের জারি-পালাগান
জীবনের কথা বলে।
রকমারি ফুল, কোকিলের সুর
নিয়ে আসে ঋতুরাজ,
নব যৌবনা প্রকৃতির গায়ে
নানান রঙের সাজ।
আসো যদি কভু দেখে যেও ভাই
মোদের রূপসী গাঁয়,
কোলে তুলে নিয়ে কত ভালোবাসে
আমার বাংলা মা'য়।
----------++++++---------