ছবির সাথে কথা
- ইয়ামিন বসুনিয়া
******************************
একটা নেশা খুব পেয়েছে এলকোহলের মত,
হরদম তোর ছবি দেখি পাঠিয়েছিলি যত।
কলেজ গেটে দাঁড়িয়ে থাকা নীল শাড়ির ঐ ছবি,
আজও ভাসায় উথাল নদে, গড়লো আমায় কবি।
নুপূর পরার সময় যখন রাখলি পায়ে পা,
সেই ছবিটা দেখলে আজও শিউরে ওঠে গা।
নদীর পাড়ে সেই ছবিটা,কেক খাওয়ানো ঠোঁটে,
কপাল ছুঁয়ে আদর পাওয়া কার নসিবে জোটে?
চিড়িয়াখানার তাবৎ ছবি রাখা বুকের ভাঁজে,
কাজের ফাঁকে দেখতে থাকি সকাল কি বা সাঁঝে।
কোলের উপর মাথা রাখা হাজার ছবি আছে,
সে সব স্মৃতি বড়ই কাঁদায় কেবল টানে কাছে।
পিত্ত থলির পাথরগুলো দেখলে আসে জল,
অসুস্থ তোর চোখের ছবি কেমনে ভুলি বল?
নাই বা হলি সঙ্গী আমার, ছবিই আমার সব,
মন জানে আর আমি জানি,জানে আমার রব।
-----------++++++----------