দাবা লুডু গাড়ি ঘোড়া
আজ সব ফেলনা,
টাচ্ ফোন হয়ে গেল
শিশুদের খেলনা।
সিরিয়ালে মা'র মন
পড়ে থাকে রান্না,
ফোন দিয়ে শিশুদের
চুপ করে কান্না।
মা'র টাকা চুরি করে
নেট কেনে খোকা,
সারাদিন মুভি দেখে
মাকে দিয়ে ধোকা।
ক্লাসে স্যার বকে যায়
কেবা কথা শোনে,
বাবুটার মনোযোগ
স্মার্ট ফোনে।
ছেলে কত মনোযোগী
বাবা হাসে সুখে,
রাত জেগে বাবু সোনা
থাকে ফেইসবুকে।
এটা দেখে সেটা দেখে
ভুলে পাপ পূন্য,
জীবনের খাতা কেটে
খোকা পেল শুন্য।
-----++++----