কুয়াশা চাদরে ঢেকে
এসে গেল শীত,
অসহায় গরীবের
নড়ে গেল ভিত।
সকালের সোনা রোদ
দিয়ে যায় চুম,
পিঠা আর পায়েশের
লেগে গেল ধুম।
রাতভর শিশিরের
ভেজা ঘাসফুল,
রোদে জ্বলে চকচক
মুক্তোর দুল।
তাজা শাক সবজি
খেজুরের গুড়,
ঘরে ঘরে মেহমান
থাকে ভরপুর।
পথশিশু কাঁপে গায়ে
নেই শীতবস্ত্র,
আগুনটা যেন শীত
তাড়ানোর অস্ত্র।
এসো ভাই বন্ধুরা
হাত রাখি হাতে,
উপভোগ করি শীত
গরীবের সাথে।
-----------