শুভ্রনীলা
-ইয়ামিন বিসুনিয়া
*******************
শুভ্র তুমি সত্যিই কি
সাদার মাঝে নীল,
বলছে এ মন তোমার সাথে
কোথায় যেন মিল।
নেইতো জানা নেই পরিচয়
কোন গগনের তারা,
কাল সারারাত তোমায় নিয়ে
ভেবেই পাগল পারা।
নিঘুম রাতে আর এলো না
লেশ মাত্র ঘুম,
অফিস কিবা কাজের ফাঁকেও
দিবা স্বপ্নের ধুম।
কোথায় থাকো, বয়স কতো
ধর্ম কে বা যাচে,
তবুও তোমার নেশায় কেন
বুভূক্ষ মন নাচে।
অথৈ তোমার নীল সাগরে
ডুবতে রাজি আছি,
সাথেই রেখ শুভ্রনীলা
যে ক'টা দিন বাঁচি।
------+++++------