আয় খুলে দোর রাত করি ভোর
সুখ লভি অভিসারে,
এই দিন ক্ষণ এতো নির্জন
আসে নাকো বারেবারে।
রূপোলী এ রাত পূর্ণিমা চাঁদ
ডাকে শুধু নিরালায়,
দেখি তারাখসা করি ভালোবাসা
অবগাহি জোছনায়।
আয় না লো সখি করি মাখামাখি
দূর করি অবসাদ,
কোলে রাখি মাথা কব কত কথা
মেটাব না পাওয়া সাধ।
জোনাকির ভিড় দখিনা সমির
কোকিলের কুহুতান,
আজ এ লগনে দোলা দেয় প্রাণে
ঝিঁঝিঁ দের বুনো গান।
এ মায়াবী ক্ষণে মিলে দুই জনে
চল মিশি মোহনায়,
ভুলি যত দুখ আয় লুটি সুখ
লগ্ন যে বয়ে যায়।