"মায়া" কোথায় থাকো তুমি?
তুমি ছাড়া যায় না সময়
হৃদয় মরুভূমি......
কেন বাঁধলে এমন করে?
এ মন এখন তোমার ছাড়া
গুমরে কেঁদে মরে..
এমন ভাবনা করাও কেন?
এই দুনিয়ায় তুমি ছাড়া
আর কেহ নাই যেন...?
কেন শুভ্র মেঘের দেশে,
আবীর মাখা মনটা নিয়ে
বেড়াও ভেসে ভেসে...?
আমায় ভাবাও অবিরত,
আষ্টেপৃষ্টে জড়িয়ে রাখো
অক্টোপাসের মতো...
কেন পালাও দিবস যামী?
তোমার মাঝে হারিয়ে খুঁজি
নতুন আমার আমি...!
আমার নেই কি কোন কাজ?
তোমায় নিয়ে ভাববো শুধু
সকাল দুপুর সাঁঝ?
তোমায় ভুলতে চাওয়াও ভুল,
তুমিই আমার সুখের অসুখ
সর্বনাশের মূল....!
----+++---