বুকের মাঝে জড়িয়ে নিলাম
উড়িয়ে দেয়া ফুল,
হোক না হলে সুখের এমন
হাজার খানিক ভুল।
সে যে সকল সুখের মূল
তার হয় না কোন তুল।
সব ভুলে যাই অতীত ব্যথা
যখন ছুঁয়ে থাকি,
সুখ সাগরে ভাসি, যখন
তার চোখে চোখ রাখি।
সে যে সোনার বরণ পাখি
তার গন্ধ গায়ে মাখি।
মন পাহাড়ায় সেই সোহাগি
অতন্দ্র এক সেনা,
নিটোল মায়ার এমন প্রীতি
যায় কি টাকায় কেনা?
সে যে অনেক দিনের চেনা
আমার বাড়ছে শুধুই দেনা।