উৎসর্গঃ কবির জন্মদি, বিদ্রোহী কবিকে....
উদারচিত্তে স্মরণ করি
একটা তারার জন্মদিন,
একজীবনে যায়না শোধা
জাতীয় কবি তোমার ঋণ।
ঐ শোনো তার পদধ্বনি
একটা পথিক পথভোলা,
যার অবিরাম দৃপ্ত চলা
আমার বুকে দেয় দোলা।
অগ্নিবীণা আগুন লাগায়
বিষের বাঁশির মরণ বিষ,
জুলুমবাজের রুদ্ধদ্বারে
বিষাক্ত কালনাগের শিস।
পরাধীনতার শিকল টুটে
আনলে তুমি রাঙা ভোর,
বিদ্রোহী ভীম বজ্রনিনাদ
অত্যাচারীর ভাঙলে দোর।
সমুখ রণের খড়গ কৃপাণ
রুখতে নারি তিমির রাত,
সত্য ন্যায়ের অগ্রপথিক
করলে হজম জেলের ভাত।
ধর্মে তুমি উদার ছিলে
কণ্ঠে ছিলো সাম্যগীত,
করলে তুমি মূলোৎপাটন
মৌলবাদীর নোংরা ভিত।
মধুর সুরে আজান দিলে
যখন তুমি মুয়াজ্জিন,
দুঃখীর তরে সদাই বাজে
তোমার মনে করুণ বীণ।
সাধক তুমি, প্রেমিক তুমি
শতাব্দীর এক শ্রেষ্ঠ বীর,
স্বর্ণাক্ষরে থাকবে লেখা
চির উন্নত তোমার শির।
-------++++------