সোনা মুখী
-ইয়ামিন বসুনিয়া
****************
শ্যামলা রঙের মিষ্টি মেয়ে
সোনার মতন মুখ,
দেখলে নাকি সব ভোলা যায়
পাহাড় সমান দুখ।
দু:খ আমার সংগী সাথী
থাকছি দুখের সাথে,
দু:খ পেয়েই হচ্ছি খুশী
নিত্য মোলাকাতে।
অবশেষে পেলাম যখন
সোনা মুখের দেখা,
ভীর ঠেলে যেই সামনে এলাম
মুখটা দেখি ঢাকা।
ঠোঁট নাকি তার রক্ত গোলাপ
তাতে চাঁদের হাসি,
মেঘের মতন ঝলমলে চুল
নাকটা নাকি বাঁশী।
লোকে বলে চোখের কথা
কি বলিব আর,
চোখ যেন নয় দুইটা তাহার
আস্ত সরোবর।
কপোলে তার কোথায় নাকি
একটা তিলক আছে,
দেখব বলে সেই সোনা মুখ
ঘুরছি তাহার পিছে।
আজ দেখাবো, কাল দেখাবো
প্রতিশ্রুতি কতো,
এমনি শত মিথ্যে আশায়
বছর হল গত।
কত আশায় বুক বেধেছি
ভুলতে সকল দুখ,
সব নসিবে জোটে কি আর
এমন দামী মুখ?
কত জনে খুঁজছে আমায়
ভুলতে তাদের দুখ,
আমি খুঁজি মরিচীকা
একটা সোনা মুখ।
আজকে থেকে কান ধরেছি
চাইনা অমন সুখ,
কাঁদবো না আর তোমার পিছে
দেখতে সোনা মুখ।।
-----+++++++++--------